মৈনাক শর্মা
কখনো সন্ত্রাসবাদ দমনে অন্য দেশের সার্জিকাল স্ট্রাইক এর নিশানায় থাকা পাকিস্তান প্রতিবারের মতনই এই বারেও খবরের শিরোনামে। তবে এবার সন্ত্রাসবাদ নয়, এইবারের শিরোনামে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের শ্রীলংকা সফর।
সম্প্রতি জারি হওয়া শ্রীলংকা সফরে বাতিল করা হয় দেশের উদ্দেশ্যে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ। করোনার সংক্রমণকে মাথায় রেখেই ইমরান খানের শ্রীলংকা সফরকে গ্রীন সিগন্যাল দিলেও তার ভাষণকে আপাতত স্থগিত রাখার দিকেই শ্রীলংকা সরকার।

বিশ্ব রাজনীতিতে অতিথি দেশের প্রধানকে সম্মানিত করার জন্যই নিজের সংসদে ভাষণের আমন্ত্রণ করা হয়। কিন্তু কেবল করোনা মহামারীর জন্য ইমরান খানের বক্তব্যর সময়কে বাতিল করা প্রধান কারণ নয়, এইক্ষেত্রে ভারতের কূটনীতি রয়েছে বলে মানছেন বিশ্ব রাজনৈতিক মহলের এক অংশ। বিশ্লেষকদের মতে, জম্মু কাশ্মীরে ধারা ৩৭০ বাতিলকে লক্ষ করে বিভিন্ন বিশ্ব মঞ্চে ভারতকে আক্রমণ করেছে পাকিস্তান সরকার। ঠিক একই ভাবে শ্রীলংকা সফরেও এর পুনরাবৃত্তি রুখতে দিল্লির কূটনৈতিক পদক্ষেপ মানছেন অনেকে।
কারণ এর আগেও বালাকোটে ভারতের সৈন্য শিবিরে জঙ্গী হানার প্রতিবাদী পদ্ধক্ষেপ স্বরূপ দিল্লির আবেদনে ইসলামাবাদে আয়োজিত সার্ক সফর বাতিল করে শ্রীলংকা সহ অন্য সদস্যরা। সেদিকে বিশ্ব রাজনীতি থেকে পাকিস্তানকে আড়াল করতে দিল্লির প্রাথমিক কূটনৈতিক জয়।

Share.
Leave A Reply

Exit mobile version