শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যোগাযোগ
মৈনাক শর্মা 8759689108 (call and WhatsApp)

দীর্ঘ মেয়াদী ক্ষতির পর আজ প্রায় দের মাসের সর্বোচ্চ উপড়ে উঠে শেয়ার বাজারের দুই সূচক। বি এস ই sensex বাড়ে ৭০০ পয়েন্ট (৫৮,৬৮৪) ও Nifty বাড়ে ১৭০ পয়েন্ট (১৭,৫০০)। NIFTY মেডক্যাপ বাড়ে ০.৮৫ শতাংশ ও স্মল ক্যাপ বাড়ে ০.৯৭ শতাংশ।

আজ বাজার খোলে ১৭,৫১৯ এ। আবার সাপোর্ট জোন রয়েছে ১৭০০০ এর ঘরে। ইন্ডিয়া ভিক্স এ অস্থিরতার মাত্রা ২০.৫৬। অন্যদিকে ১৭৯০০ থেকে ১৮০০০ জোন খুব গুরুত্বপূর্ণ। তবে ১৭৩৮৭ নিচের দিকে নামলে বুল রানের আশা নষ্ট হয়ে যাবে।

আজ কেনার প্রবণতার লক্ষ্য করা যায় ইলেকট্রিক গাড়ির র প্রথম সারির স্টক হিমাদ্রী কেমিক্যাল যা বাড়ে ৩.৫ শতাংশ ৭৩ টাকা। এছাড়াও বাড়ে আদানি এন্টারপ্রাইজ চার শতাংশ, রেমন্ড ১১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৩৮ , centrum ক্যাপিটাল ২০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৬.৮৫ ও ৬ শতাংশ বেড়ে লক্ষ্মী সিমেন্ট ৪৭১।
ইতিবাচক সাড়া পাওয়া যায় বাজাজ ফাইন্যান্স এও।

NIFTY bank আজ শুরু করে ৩৬৪৫৭ র জোন থেকে। যার ফলে দৈনন্দিন চার্টে বুলিশ ক্যান্ডেল দেখা যায়। Nifty ব্যাংকের বর্তমান সাপোর্ট জোন ৩৬০০০ থেকে ৩৫৭৫০। যদি সপ্তাহে র শেষ দিনে ৩৬২৫০ এর ঘরে থাকতে পারে তবেই যাবে ৩৬৬০০ থেকে ৩৬৭৫০ র ঘরে।

কাল ওয়াচ লিস্টে রাখতে হবে Praj Industries কে। বর্তমান বাজামূল্য ৪০১। স্টপ লস হবে ৩৭৭ ।

Share.
Leave A Reply

Exit mobile version