Mainak Sharma
(portfolio manager and analysts, Anand Rathi share and stock brokers limited)
Contact 8759689108

সপ্তাহের শুরুর দিনে লাভ তোলার পর আজ প্রচুর পরিমানে বিদেশী বিনিয়োগে র ফলে আবার চাঙ্গা শেয়ার বাজার। নিফটি ২৭.৫০ পয়েন্ট বা ০.১৬ শতাংশের উর্ধ গতি লাগিয়ে বন্ধ হয় ১৭৬০৪.৯৫। একই ভাবে এগোয় বি এস ই সেনসেক্স খুব বেশি না হলেও ৫৪.১৩ পয়েন্টের গতিতেই বেড়ে ৫৯০৮৫ তে আজ বন্ধ হয় সেনসেক্স।

প্রথম দিকে ৬০ পয়েন্টের নিচেই ছিল নিফটি এসজিএক্স , যা ভারতীয় বাজার খোলার পরেও একই রকম ছিল। পরে ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা, ধাতু, এবং নির্বাচিত FMCG স্টকগুলি বাজারকে আবার নিজেকে উপরে তুলতে সমর্থন করে। নিফটি মিডক্যাপ ১০০ এবং স্মলক্যাপ ১০০ সূচকগুলিও বেড়েছে, ০ .৭ শতাংশ এবং ০ .৮ শতাংশ বেড়েছে। নিফটি অটো ও নিফটি ফার্মা এছাড়া প্রতিটি সেক্টর ই বন্ধ হয় সবুজে। আগের থেকে কম হয়ে অস্থিরতাও বাজারকে সমর্থন করেছে। ইন্ডিয়া ভিআইএক্স, যা বাজারে প্রত্যাশিত অস্থিরতা পরিমাপ করে, ৩ .২৫ শতাংশ কমে ১৮ .৪৩ স্তরে ছিল। অর্থাৎ রিট্রেসমেন্ট হলেও এখনো রয়েছে বুল রান।

নিফটির প্রতিদিনের চারটে কালকের মতন আজ বুলিশ ক্যান্ডেল দিয়েই বন্ধ হয়। এর পর বাজার যদি ১৭৪৯৯ র এলাকা যা আজ সর্ব নিম্ন দর ছিল তাকে ধরে রাখতে পারলে এগোতে পারে ১৭৬৯০ – ১৭৭১০। আবার এই রেঞ্জ কে ধরতে না পারলে যেতে পারে ২০ দিনের গড় রেখার দিকে যা রয়েছে ১৭৪৩০ র কাছে। তার পরেই নিজের বুল গতিকে কমিয়ে যেতে পারে ১৭৭০০ ও ১৭৪০০ র পার্শবর্তী এলাকাতে।

ব্যাঙ্ক নিফটিও আজ নিচের দিকেই শুরু হয় ৩৮৫৫৩ র কাছে। তার পরে সমান সমর্থন নিয়ে ৩৮৯৬৫৪ র এলাকা থেকে পুল ব্যাক হয়ে বন্ধ হয় ৩৯০৩৮ র ঘরে।

ওয়াচ লিস্টে থাকবে এফ সি এল ( ফিনোটিক্স কেমিক্যাল ) বাজার দর ২৬৫ লক্ষ হবে ২৭৫ দ্বিতীয় লক্ষ হবে ২৮৪ – ২৯০ সময় সীমা এক মাস। আজ ২৭২ মানে প্রথম লক্ষের সামান্য কাছে গেলেও আবার ফায়ার আসে শুরুর দরেই।

Share.
Leave A Reply

Exit mobile version