কলকাতা ব্যুরো: বৃহস্পতিবার সারাদিন সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট আর কলকাতা হাইকোর্টে সমালোচনার ঝড় ওঠার পর রাতে এ রাজ্যে আগামী নির্বাচনে প্রচার গুলি মোটের ওপর বন্ধ করার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। কিন্তু এখানেই শেষ নয়। এ দিন রাতেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে শুক্রবার সকালেই তড়িঘড়ি ফুল বেঞ্চ বৈঠক ডাকা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে দিল্লির শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা এরাজ্যের নির্বাচনের সঙ্গে যুক্ত সব পর্যবেক্ষকদের। এমনকি পুলিশ পর্যবেক্ষকদেরও ওই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে।
এই অবস্থায় জল্পনা শুরু হয়েছে, শেষ দুই দফার ভোট নিয়ে। আগামী ২৬ ও ২৯ এপ্রিল রাজ্যের শেষ দু দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যান্য দলগুলোর সঙ্গে তৃণমূল কংগ্রেস বারেবারে দফা গুলিকে একত্রিত করে একদিনে ভোট করার দাবি জানিয়ে আসছিল। কিন্তু নানান যুক্তিতে পত্রপাঠ সেই দাবি খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, শুক্রবার বৈঠক ডাকা হচ্ছে ওই দু’দফার নির্বাচন নিয়ে আলোচনার জন্য।


সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে, তাহলে এবার কি ওই দুই দফায় নির্বাচন একসঙ্গে করার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেবে কমিশন। এক্ষেত্রে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুয়োমোটো মামলা দায়ের করে যে পর্যবেক্ষণ দিয়েছে, তাতে কমিশনের কর্তারা বুঝে গিয়েছেন, এ রাজ্যের দীর্ঘ ভোট করা নিয়ে কাঠ গড়ায় তোলা হতে পারে তাদের। সেই ইঙ্গিত রয়েছে এদিন বিচারপতিদের বক্তব্যে। তাই জরুরি বৈঠকে নির্বাচন একসঙ্গে করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় কিনা, তা নিয়ে এখন কৌতূহল ও জল্পনা।
যেভাবে দেশের সঙ্গেই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা তাতে দু দফার ভোট এগিয়ে আসলে কিছুটা মানুষের মেলামেশা কম হবে বলে সকলেই এখন মনে করছেন। এই অবস্থায় কমিশনের নতুন করে ভাবতে বসা। তাই দেরীতে হলেও এটা কিছুটা আশার আলো অন্তত চিকিৎসকদের কাছে।

Share.
Leave A Reply

Exit mobile version