কলকাতা ব্যুরো: চতুর্থ দফার পর দীর্ঘ এক সপ্তাহ বিরতি দিয়ে শনিবার, ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচন হতে যাচ্ছে রাজ্যে। এদিনই সবচেয়ে বেশি বিধানসভার নির্বাচন একদিনে হবে। চতুর্থ দফায় ৪৪ বিধানসভায় ছিল একদিনে ভোটের সবচেয়ে বেশি মত দানের সুযোগ। এবার ৪৫ বিধানসভায় নির্বাচন হতে যাচ্ছে। আর এই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার ১৬, নদিয়ার ও পূর্ব বর্ধমান ৮ টি করে বিধানসভা, কালিংপং একটি আসনে ভোট হবে ওই দিন।


আট দফা নির্বাচনের শেষে সেই অর্থে ক্ষমতা কার হাতে যাবে, সেই বিষয়টি নির্ধারিত হতে পারে পঞ্চম দফাতেই। তার কারণ উত্তর ২৪ পরগনা, নদীয়া এবং পূর্ব বর্ধমানের মত জেলাগুলিতে ভাগ্য নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের। ফলে সেই অর্থে দেখলে আগামী পঞ্চম দফায় অনেকটাই বোঝা যাবে এবার কারা রাজ্যে ক্ষমতা দখল করছে, সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচির নৃশংস খুনের পর নির্বাচন কমিশন প্রচারে আরো কড়া অবস্থান নিচ্ছে। আগামী দিনগুলিতে ৪৮ ঘণ্টার পরিবর্তে ৭২ ঘণ্টা আগেই দলগুলিকে তাদের ভোটের প্রচার শেষ করতে হবে। ফলে এখন থেকে তিনদিন আগেই, যে এলাকায় নির্বাচন হচ্ছে, সেই খানে প্রচার বন্ধ হয়ে যাবে। যা নিয়ে অভিযোগ রয়েছে রাজনৈতিক দলগুলির। যদিও নির্বাচন কমিশনের দাবি, কোনরকম প্ররোচনায় যাতে ভোটার বা সর্মথকরা পা না দেন সেই জন্যই উত্তেজনা প্রশমনে এই ব্যবস্থা।

Share.
Leave A Reply

Exit mobile version