কলকাতা ব্যুরো: ২ জানুয়ারি অর্থাৎ শনিবার থেকে দেশের সব ক’টি রাজ্যে শুরু হচ্ছে করোনার ভ্যাকসিনের ড্রাই রান। ড্রাই রান চালানোর কয়েকদিনের মধ্যেই দেশজুড়ে টিকাকরণ শুরু হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সব রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। এর আগে চলতি মাসের ২৮ ও ২৯ তারিখে ভ্যাকসিনের ড্রাই রান হয়েছিল। তবে সেই ড্রাই রান চালানো হয়েছিল মাত্র চার রাজ্যে। ওই ড্রাই রান সফল হয়েছিল।

তাই এবার সব দেশের প্রতিটি রাজ্যে ড্রাই রান চালানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানা গিয়েছে, দেশের সব ক’টি রাজ্যের কিছু নির্বাচিত এলাকায় এই ড্রাই রান চলবে। ড্রাই রানে যে সমস্ত স্বেচ্ছাসেবক অংশ নেবেন তাদের ডামি অর্থাৎ নকল ভ্যাকসিন দেওয়া হবে। টিকাকরণ শুরুর আগে সব ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখতে এই ড্রাই রান।

দু’দিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, চার রাজ্যে ড্রাই রান চালানো হয়েছে। তার সাফল্য প্রমাণ করছে যে দেশ টিকাকরণ শুরুর জন্য তৈরি। বৃহস্পতিবার দেশের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ডক্টর ভি জি সোমানি বলেন, চার রাজ্যের ড্রাই রান প্রক্রিয়া অত্যন্ত সফল হয়েছে। আমরা আশা করছি নতুন বছরের শুরুতেই টিকাকরণ শুরু হবে। তাই সরকার সব ধরনের প্রস্তুতি খতিয়ে দেখে নিতে চাইছে। এরই মধ্যে করোনার টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া নিয়ে শুক্রবার বৈঠকে বসতে চলেছে বিশেষজ্ঞ কমিটি।

সেখানে ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট ও ফাইজারের আবেদন নিয়ে আলোচনা হবে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে দেশে প্রথম টিকাকরণের অনুমতি পেতে পারে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

কারণ এখনও পর্যন্ত ভারত বায়োটেকের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা পর্ব শেষ হয়নি। অন্যদিকে ফাইজার টিকা সংক্রান্ত নথিপত্র জমা দেয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version