কলকাতা ব্যুরো: হাইকোর্টের নির্দেশের পরে নির্বাচন কমিশন রাজ্যে ভোট প্রচার বন্ধের ফতোয়া জারি করলেও রাজনৈতিক দলগুলি অবশ্য আছে নিজেদের মেজাজেই। সিপিএম প্রথম রাজ্যে বড় সভা বা মিছিল করবে না বলে ঘোষণা করে নিজেদের মহানতা প্রমাণের চেষ্টা করেছিল। তারাই এখনও ঢেলে প্রচার করছে সপ্তম ও অষ্টম দফার ভোটের এলাকাগুলিতে।
কসবায় নিজের এলাকায় ভোট হয়ে যাওয়ায় সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ এখন প্রচার করছেন আসানসোলে। নির্বাচন কমিশন ৫০০ জনের মধ্যে লোক নিয়ে সভা করার ব্যাপারে আইনের ফাঁক রেখে দেওয়ায় এখন সেই ফাঁক গলে এই সব রাজনৈতিক দল নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছে। বাদ নেই সিপিএমও।


এদিন বারাবনি বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী নরেন্দ্র নাথ বাগচীর সমর্থনে চিত্তরঞ্জন থেকে দেন্দুয়া মোড় পর্যন্ত এক রোড শো করা হয়।
এই মিছিলে সংযুক্ত মোর্চার কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস ও ভিড় দেখার মত ছিলো করোনা আবহে লজ্জা দেওয়ার মতো।
যদিও লজ্জার বদলে এই ভিড় দেখে আহ্লাদীতো কংগ্রেস প্রার্থী। এই প্রসঙ্গে সংযুক্ত মোর্চার নরেন্দ্র নাথ বাগচী বলেন, আমি খুশি এই বার দল আমাকে বিশ্বাস করে লড়াই করার সুযোগ করে দিয়েছে। আমি গত দেড় মাস ধরে বারাবনি বিধানসভায় প্রতিটি গ্রামে প্রচারে গিয়ে পানীয় জলের অভাব দেখে বিস্মিত।

Share.
Leave A Reply

Exit mobile version