কলকাতা ব্যুরো : বাংলায় আট দফায় নির্বাচনে নির্ঘণ্ট  ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এম এল শর্মা নামক এক আইনজীবী। অবিলম্বে নির্বাচনের এই সিদ্ধান্ত খারিজ করার আর্জিও জানিয়েছেন তিনি।মামলাকারী আইনজীবী এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আট দফায় নির্বাচন করার অর্থ ভারতীয় সংবিধানের ১৪ ও ২১ নম্বর ধারাকে লঙ্ঘন করে।

এছাড়াও নির্বাচনী প্রচারে ধর্মীয় স্লোগানে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন। যদিও ঘোষণা শুরু থেকেই রাজ্যে আট দফা ভোটের বিরোধীতা করে আসছে তৃণমূল সরকার। প্রশ্নও তুলেছেন কাদের সুবিধা করে দিতে আট দফা ভোট।অন্যদিকে, রাজ্যে বিধানসভা ভোট শান্তিপূর্ণ করার দাবিতে এর আগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। তাতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আশাবাদী আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে যথোপযুক্ত তৎপরতা নেবে নির্বাচন কমিশন।

Share.
Leave A Reply

Exit mobile version