কলকাতা ব্যুরো: চলতি বিশ্বকাপের সেমিফাইনালে আর যাওয়া হল না কোহলি ব্রিগেডের। আজ আফগানিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করেছে নিউজিল্যান্ড। আর সেইসঙ্গে ভারতের সেমিফাইনালের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।

আজ দুরন্ত পারফরম্যান্স করল নিউজিল্যান্ড। প্রথমে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে আটকে রাখল কিউই ব্রিগেড। তারপর ব্যাট হাতেও ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখলেন কেন উইলিয়ামসনরা। কিউই ব্যাটিং ব্রিগেডের উপরে আজ কার্যত দাঁতই ফোটাতে পারেনি আফগান বোলাররা। আজ একটি করে উইকেট শিকার করেছেন মুজিব-উর রহমান এবং রশিদ খান।

কিউয়ি ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি রান করেন অধিনায়ক কোন উইলিয়ামসন। তিনি ৪২ বলে ৪০ রান করেছেন। অন্যদিকে তাঁকে যোগ্য সঙ্গত দেন উইকেটকিপার ডেভন কনওয়ে। তিনি ৩২ বলে ৩৬ রান করেন। তৃতীয় উইকেটে ৫৬ বলে অপরাজিত ৬৮ রানের পারপ্টনারশিপ গড়ে তোলেন উইলিয়ামসন এবং কনওয়ে জুটি। তবে নিউজিল্যান্ডের শুরুটাও কিন্তু খারাপ হয়নি। তিনি ২৩ বলে ২৮ রান করেন। অন্যদিকে ড্যারিল মিশেল ১২ বলে ১৭ রান করেন।

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ নবি। আজ আফগান ব্রিগেডে মুজিব আসার কারণে, আশা করা হয়েছিল যে দলের বোলিং ব্রিগেড অনেকটাই শক্তিশালী হবে। কিন্তু, তেমনটা হয় কি না, সেটা সময়ের অপেক্ষা। অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও স্বীকার করেন যে আজ টসে জিতলে তিনি প্রথমে ব্যাট করারই সিদ্ধান্ত নিতেন।

এরপর শুরু হয় খেলা। দুই আফগান অধিনায়কই খুব বেশিক্ষণ উইকেটে সময় কাটাতে পারেননি। মহম্মদ শাহজাদ (৪) এবং হজরতউল্লাহ জাজাই (২) শুরুতেই প্যাভিলিয়নের উদ্দেশ্যে রওনা দেন। চতুর্থ এবং পঞ্চম উইকেটে কিছুটা হলেও সম্মানজনক পার্টনারশিপ গড়ে তোলে আফগানিস্তান। গুলবাদিন নাইব এবং নাজবুল্লাহ জারদান চতুর্থ উইকেটে ২৯ বলে ৩৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর অধিনায়ক মহম্মদ নবির সঙ্গে নাজবুল্লাহ ৪৮ বলে ৫৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আজ ৩৩ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন নাজবুল্লাহ। তিনি মোট ৬ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। এছাড়া আর কেউ নজরকাড়া রান করতে পারেননি।

অন্যদিকে নিউজিল্যান্ডের বোলাররাও কিন্তু আজ ধামাকাদার পারফরম্যান্স করেছেন। ট্রেন্ট বোল্টের তিন উইকেটের পাশাপাশি জোড়া উইকেট শিকার করেছেন টিম সাউদি। এছাড়া একটি করে উইকেট শিকার করেন অ্যাডাম মিলনে, জেমস নিশাম, ইশ সোধি।

Share.
Leave A Reply

Exit mobile version