কলকাতা ৩৬১ ব্যুরো: ট্যাক্সিতে উঠলেই এবার দিতে হবে ৫০ টাকা। সরকারের অনুমোদন ছাড়াই একতরফা ভাবে ট্যাক্সির ভাড়া বাড়ানোর এই সিদ্ধান্ত ঘোষণা করে দিলো বেঙ্গল ট্যাক্সি এসোসিয়েশন।

এখন প্রথম ২ কিলোমিটারের জন্য কোনো যাত্রীকে দিতে হয় ৩০ টাকা।


ট্যাক্সি মালিকদের ওই সংগঠনের তরফে বিমল গুহ বলেন, সরকারের আর ভাড়া বাড়ানোর দরকার নেই। আমরা নিজেরা আলোচনা করে ওই ভাড়া ঠিক করেছি। রাজ্যের পরিবহন দপ্তরের অবশ্য বক্তব্য, এটা বেআইনি। এভাবে একতরফা ভাড়া বাড়ানো যায় না। কেউ যদি তা করেন সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version