কলকাতা ব্যুরো: ২১ দিনের মধ্যে রাজস্থান বিধানসভায় অশোক গেহলট সরকারকে আস্থা ভোটের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। তার ওই সিদ্ধান্ত আদতে বিজেপিকেই ঘোড়া কেনা বেচার জন্য ২১ দিন সময় করে দেওয়া হল বলে অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্রকে এ বিষয়ে এক হাত নিয়েছেন অধীর।


এদিকে এদিনই মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছে রাজস্থান মন্ত্রিসভার বৈঠক। মুখমন্ত্রী গেহলট আগেই অভিযোগ করেছিলেন, বিধায়ক পিছু ২১ কোটি টাকা খরচ করে কংগ্রেস বিধায়কদের কেনার চেষ্টা করছে বিজেপি। গেরুয়া শিবিরের তরফে অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছিল।
এদিন ফের রাজস্থান হাইকোর্টে আরো একটি পিটিশন দাখিল করেন বিজেপি নেতা মদন দিলবার। ছ’জন বিএসপি বিধায়কের কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আগেই হাই কোর্টে আবেদন জানিয়েছেন ওই বিজেপি নেতা। হাই কোর্ট অবশ্য গতকালই সেই আবেদন খারিজ করে দিয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version