কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা বিহার সরকারের সিবিআইকে দেওয়ার আবেদনে মান্যতা দিলো কেন্দ্র। আজ সুপ্রিম কোর্টে এই মামলায় অভিযুক্ত রেহা চক্রবর্তীর তদন্ত বিহার থেকে মুম্বাইয়ে স্থানান্তরের আবেদনের শুনানি ছিল। সেখানেই কেন্দ্র এই অগ্রগতির কথা জানায়। ফলে এখন আর ওই মামলার আবেদনের গুরুত্ব কতটা তা নিয়ে প্রশ্ন ওঠে গেল।

আবার এত দিন বিহার ও মুম্বাই পুলিশের মধ্যে এই তদন্ত নিয়ে তাল ঠোকাঠুকি চললেও তাতে তেমনভাবে নাক গলায়নি কেন্দ্র। কিন্তু কাল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সিবিআই তদন্ত দেওয়ার কথা বলতেই ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়। এমনিতেই মহারাষ্ট্র শিবসেনা সরকার বিভিন্নভাবে আলটপকা মন্তব্য করে বিড়ম্বনায় ফেলছে মোদি-শাহ জুটিকে। তার উপর করোনা আবহে দেশে কর্মসংস্থান কমে যাওয়া, বেকার বেড়ে যাওয়া সহ নানা ইস্যু তুলে মোদিকে সরাসরি কাঠ গড়ায় দাঁড় করিয়েছে শিবসেনা।

এই অবস্থায় সিবিআই তদন্তে নীতিশ কুমারের পাশে থাকার কথা বলে এক চালে জোট সঙ্গীকে খুশি করার বিজেপির কৌশল কি না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version