কলকাতা ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ দিল সুপ্রিম কোর্ট ৷ পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় অবসরকালীন সুযোগ সুবিধা সংক্রান্ত করা মামলা কলকাতায় রাখতে চেয়ে হাইকোর্টে আবেদন জানান ৷ সেই মামলা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চ কলকাতা থেকে দিল্লিতে সরাতে নির্দেশ দেয়। একে চ্যালেঞ্জ করে আলাপন বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মামলা করেছিলেন ৷ কলকাতা হাইকোর্ট ক্যাটের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে কিন্তু আজ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই সিদ্ধান্ত খারিজ করলো।

কেন্দ্রীয় সরকারের তরফে বৃহস্পতিবার এসজিআই তুষার মেহতা উপস্থিত ছিলেন ৷ আর আলাপন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ছিলেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি ৷ তুষার মেহতা আদালতে জানান, ক্যাট প্রিন্সিপাল বেঞ্চের চেয়ারপার্সন নয়াদিল্লিতে রয়েছেন ৷ তাই বিষয়টি দিল্লি হাইকোর্টের আওতাভুক্ত, কলকাতা হাইকোর্টে নয় ৷ তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশের সমালোচনা করে আদালতে বলেন, “কলকাতা হাইকোর্টের এই নির্দেশ দেওয়ার সময় আরও সংযত এবং সতর্ক হওয়া উচিত ছিল ৷ আদালতের বিচার ব্যবস্থায় ব্যক্তিগত মতামত এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কোনও জায়গা নেই ৷ আমি গভীর শ্রদ্ধা রেখেই জানাচ্ছ, এটা আশা করা যায় না ৷

তবে সুপ্রিম কোর্ট আলাপন বন্দ্যোপাধ্যায়কে ক্যাট প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে বিচারের আওতায় থাকা হাইকোর্টে চ্যালেঞ্জের অনুমতি দিয়েছে ৷ সলিসিটির জেনারেল তুষার মেহতা অবশ্য আশ্বস্ত করেছেন, আদালত যতক্ষণ না চূড়ান্ত নির্দেশ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না ৷ ২৮ মে প্রধানমন্ত্রীর একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ না-করায় প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা গ্রহণের তোড়জোড় শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বিভাগ মামলা করেছিল তাঁর বিরুদ্ধে।

কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দিল্লিতে অবস্থিত প্রিন্সিপাল বেঞ্চে আবেদন জানায় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতর। আবেদনে আলাপন বন্দ্যোপাধ্যায়য়ের মামলা সংক্রান্ত সমস্ত বিষয় প্রিন্সিপাল বেঞ্চে নিয়ে আসার আবেদন জানিয়েছিল কর্মীবর্গ দফতর। গত ২২ অক্টোবর প্রিন্সিপাল বেঞ্চ তা অনুমোদন করে । এর বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব।

২৯ অক্টোবর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল প্রিন্সিপাল বেঞ্চের (দিল্লির) নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্র। কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু এই মামলা সম্পর্কে ওয়াকিবহাল নয়, তাই সময় নিয়ে মামলার শুনানির আবেদন জানিয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।

Share.
Leave A Reply

Exit mobile version