কলকাতা ব্যুরো: জেইই ও নেট পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদন খারিজ করতে গিয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট না করার পরামর্শ দেন মামলাকারীকে। ফলে পূর্ব ঘোষণা মতো সেপ্টেম্বরেই ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ও জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হবে।

করোনা আবহের মধ্যেই জীবন চলছে। সেখানে পরীক্ষা কেন বন্ধ করা হবে? আমাদের এগিয়ে যেতে হবে। মন্তব্য সুপ্রিম কোর্টের। পরীক্ষা বন্ধ দেশের কোনো ক্ষতি হবে না। কিন্তু ছাত্রদের একটা বছর নষ্ট হবে বলে মনে করে শীর্ষ আদালত। দুপক্ষের বক্তব্যের পর কোর্ট জানিয়ে দেয়, নীতিগত সিদ্ধান্তে কোর্ট হস্তক্ষেপ করবে না।

Share.
Leave A Reply

Exit mobile version