কলকাতা ব্যুরো : ইন্দোনেশিয়ার সিনাবাং আগ্নেয়গিরি আবার জেগে উঠলো হঠাৎই। ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় অবস্থিত এই আগ্নেযগিরি থেকে সোমবার ভয়ঙ্কর লাভা নির্গত হতে থাকে। চারিদিক অন্ধকার হয়ে যায় এবং বড় বড় পাথর ছিটকে আসতে থাকে। ২০১০ থেকে মাঝে মাঝেই এই আগ্নেয়গিরি জেগে উঠছে।

২০১৬ তে এই আগ্নেয়গিরি থেকে ভয়ঙ্কর অগ্নুৎপাত হয়েছিল। এবারের বিস্ফোরণের ফলে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর না-পাওয়া গেলেও, জানা গেছে আশপাশের গ্রামগুলি প্রশাসন থেকে খালি করে দেওয়া হয় ইতিমধ্যেই। লাল সতর্কতাও জারি করা হয়েছে। ছোটো ছোটো গ্রামগুলি ইতিমধ্যেই কালো ধোঁয়া ও ছাইযে ঢেকে গেছে। চারিদিক ঘন, কালো ধোয়াটে হয়ে ওঠে যখন যখন অগ্নুৎপাত শুরু হয়। প্রায় ২০ মিনিট এত অন্ধকার হয়ে যায় যে কিছুই দেখা যাচ্ছিল না। ৪০০ বছরে প্রথম সিনাবাং ২০১০ সালে জেগে ওঠে। তারপর ২০১৬ সালে আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরপর সোমবার এই আগ্নেযগিরি আবার জেগে উঠলো।

উল্লেখ্য ২০১৮ সালে জাভা ও সুমাত্রার মাঝে একটি আগ্নেয়গিরি জেগে ওঠায় প্রায় ৪০০ জনের প্রাণ যায়, বড় ধস এবং সুনামিও হয়েছিল।

Share.
Leave A Reply

Exit mobile version