কলকাতা ব্যুরো: টেট উত্তীর্ণদের বিক্ষোভে ধুন্ধুমার হাজরা মোড়। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ হাজরা মোড়ে জমায়েত করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে স্মারকলিপি জমা দেওয়াই ছিল উদ্দেশ্য। কিন্তু হাজরা মোড়েই তাঁদের বাধা দেয় পুলিশ। শুরু হয় বচসা। বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ধুন্ধুমার চেহারা নেয় ব্যস্ততম হাজরা মোড়। একাধিক বিক্ষোভকারীকে আটক করে তোলা হয় প্রিজন ভ্যানে।  

এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন ২ জন বিক্ষোভকারী। রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধরা। পুলিশকে রোখার চেষ্টা করতে থাকেন তাঁরা। বিক্ষোভকারীদের কথায়, ২০১৪ সালে টেট উত্তীর্ণ হয়েছি। মুখ্যমন্ত্রী আমাদের দফায় দফায় নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। আমরা ওঁর কথায় ভরসা করি। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়ার জন্য এসেছিলাম। পুলিশ অকথ্য অত্যাচার করেছে। ২ জন অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এর বিচার চাই।

এদিকে বিক্ষোভ-ধস্তাধস্তির জেরে অবরুদ্ধ হয়ে পড়ে হাজরা মোড়। দক্ষিণ কলকাতায় যাতায়াতকারীদের নাজেহাল হতে হয়। সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অশান্তি জারি হাজরায়।

Share.
Leave A Reply

Exit mobile version