কলকাতা ব্যুরো : সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর ঘোলাজলে মাছ ধরতে তৈরি ছিল একপক্ষ। আর বিতর্ক বাড়াতে তারা খুঁজছিল এমন একটা কিছু যা দিয়ে ফিল্ম জগৎ নিয়ে বিতর্ক আরও বাড়ানো যায়। সেই সূত্রেই হাতের কাছে ছিল বছর দুই আগে আরেক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু। কি হলো তা নিয়ে?
বিখ্যাত বলিউড অভিনেত্রী শ্রীদেবী বনি কাপুর আয়াপ্পান কি খুন হয়েছিলেন। এমনটাই দাবী করছে ‘শ্রীদেবীর অটোপশি রিপোর্ট।’ ২০১৮ র ২৬ ফেব্রুযারি ইউনাইটেড আরব এমিরেটস , মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড প্রিভেনশন এই রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্ট নেটিজেনদের জন্য কঙ্গনা রানাউত বিভিন্ন সোসিয়াল মিডিয়াতে ছড়িয়েছেন বলেও দাবি করা হয়েছে। কি আছে শ্রীদেবীর ‘এই অটোপসি রিপোর্টে?’
অটপসি রিপোর্ট বলছে, বাইরে থেকে শ্রীদেবীর রক্তে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়। এছাড়া তার ফুসফুসে কোকেন, লাইম জুস ও হুইস্কির মিশ্রণ পাওয়া যায় তাঁর রক্ত পরীক্ষা করে। রিপোর্টে আরো বলা হয়, তিনটি আঘাতের চিহ্ন পাওয়া যায় তাঁর দেহে। প্রথমটি তার মাথায়, দ্বিতীয় আঘাত তার হাতের তালুর শিরায় এবং তৃতীয় তার ডায়াফ্রমে।
শ্রীদেবী ২৪ ফেব্রুযারি , ২০১৮ সালে দুবাইতে মারা যান। তার হোটেলের অ্যাপার্টমেন্টের বাথটাবে ডুবে গিয়ে তার মৃত্যু হয়। দুবাই মিডিয়া অফিস থেকে এই ধরনের খবরই প্রচারিত হয়।

তবে খোঁজ খবর নিয়ে জানা গেছে শ্রীদেবীর খুন সম্পর্কে যে খবর নিয়ে নেটিজেনরা চিন্তিত সেটি ফেক। কঙ্গনা রানাউত এটি প্রকাশ করেন নি। ইন্ডিয়া টুডে পরীক্ষা করে এটি ফেক নিউজ বলে দাবি করেছে। কারণ ভুলে ভরা ইংরেজিতে লেখা এই ‘রিপোর্ট’ দেখার পর বিশেষজ্ঞ চিকিৎসকরাও এর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তাছাড়া শ্রীদেবীর মৃত্যুর পর দুবাইয়ে যে সব রিপোর্ট তাঁর মৃত্যু সংক্রান্ত প্রকাশ হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version