কলকাতা ব্যুরো: এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি হওয়ার পাশাপাশি এটিকে মোহনবাগানের মালিকানা যে সংস্থার, তার অংশ ছিলেন সৌরভ৷ আর সেই সংস্থার অংশীদার অর্থাৎ, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এবার আইপিএল’র দল কিনেছে। ফলে স্পষ্টতই স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ছিলেন তিনি। তাই আইএসএল’-এর সবচেয়ে সফল দল এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

প্রসঙ্গত, ২৫ অক্টোবর দুবাইতে আইপিএল’র জন্য আরও দু’টি দলকে যোগ করা হয়েছে৷ নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটি হল সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের আমেদাবাদ। আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি কিনেছে। আর এই আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা আইএসএলে এটিএকে মোহনবাগানের আশি শতাংশ শেয়ারের মালিক।

আর যে সংস্থার নামে সেটি চলে, তা হল কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড৷ যার বোর্ড অফ ডিরেক্টর্সের অন্যতম একজন ছিলেন সৌরভ। ফলে বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভের ওই ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ায় সরাসরি স্বার্থ সংঘাতের। তাই বুধবার ভারতীয় বোর্ড সভাপতি এটিকে মোহনবাগানের সঙ্গে তাঁর সবরকম সম্পর্ক ছিন্ন করেছেন৷ এই তথ্য জানিয়েছেন স্বয়ং সৌরভ।

বুধবার সৌরভ জানিয়েছেন, আমি ইস্তফা দিয়েছি ৷ প্রসঙ্গত, বিষয়টি প্রথম সামনে আসে আরএসজি গ্রুপের মালিক তথা এটিকে মোহনবাগানের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কার বিবৃতির পরে বিষয়টি জানাজানি হয়৷ তারপরই স্বার্থের সংঘাতের বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় ৷ তবে, সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, সৌরভই স্বার্থের সংঘাতের বিষয়টি বলতে পারবেন ৷

তবে, সৌরভ বুধবার পদত্যাগ করলেও, নতুন দু’টি দল বাছাইয়ের সময় কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের অংশ ছিলেন এবং বিসিসিআই সভাপতি হিসেবে পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন৷ ফলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন একসময় আইপিএল’র চেয়ারম্যান থাকা ললিত মোদী ৷

Share.
Leave A Reply

Exit mobile version