কলকাতা ব্যুরো: বিজেপিতে শুরু হয়ে গেল অন্তর কলহ। রাজ্য যুব মোর্চার সব কমিটি ভেঙে দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই অনাস্থা জানিয়ে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন সৌমিত্র খাঁ। পুজোর পরে পদত্যাগ করবেন বলেও জানিয়ে দিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপির রাজ্য সভাপতি একতরফা সিদ্ধান্ত নিয়ে যুব কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়াতেই তিনি ক্ষুব্ধ বলে জানিয়েছেন যুব মোর্চার সভাপতি।

যুব মোর্চার সভাপতি হবার পর থেকেই জেলায় জেলায় নতুন নতুন লোককে দায়িত্বে নিয়ে আস ছিলেন সৌমিত্র খাঁ। যা নিয়ে দলের শীর্ষ নেতাদের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল। যুব মোর্চার নেতাদের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে কারোর তেমন যোগ্যতা না থাকলেও, তাকে পোর্টফলিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হয়। এই নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব শুক্রবার বৈঠকে বসে। তারপরেই যুব মোর্চার সব জেলা কমিটি ভেঙে দেওয়ার নির্দেশ দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি যুব মোর্চার রাজ্য কমিটিকেও নিষ্ক্রিয় থাকতে বলা হয়।

আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এমন বিতণ্ডা য় ভাবমূর্তি ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন দলীয় নেতৃত্বের একাংশ। বিজেপির সদ্য নিযুক্ত সহ-সভাপতি শঙ্কুদেব পণ্ডা বলেন, কোথাও কোন ভাঙ্গনের গল্প নেই। এত বড় কোথাও কিছু ভুল থাকতে পারে। আমার সঙ্গে সৌমিত্র খাঁর কথা হয়ে গেছে। কিছু টেকনিক্যাল সমস্যা আছে। তা মিটে যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version