কলকাতা ব্যুরো: তার তৈরি নানান গুণীজনের মোমের মূর্তি বরাবরই নজর কেড়েছে আমজনতার। সেই সুশান্ত রায় তৈরি করেছিলেন মোমের সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবয়ব। আজ ছিল সদ্যপ্রয়াত শিল্পীর জন্মদিন। সৌমিত্রর ৮৬ তম জন্মদিনে আসানসোলের মহিশীলা কালোনীর নিজের প্রদর্শনীশালায় সৌমিত্রের মোমের মূর্তিতে মাল্যদান করছেন শিল্পী সুশান্ত রায় l

Share.
Leave A Reply

Exit mobile version