কলকাতা ব্যুরো: নানা প্রশ্ন তুলে দলের ২৩ জন নেতা চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির কাছে। আর গতকালই সোনিয়া দলের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে থাকতে চান না বলে ইঙ্গিত দিয়েছিলেন। আজ সোমবার বসছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। এই বৈঠকেই সোনিয়া দলের স্থায়ী সভাপতি নির্বাচিত করার জন্য চূড়ান্ত সময়সীমা নির্দিষ্ট করে দিতে পারেন বলে সূত্রের খবর।

এই পরিস্থিতিতে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ দলকে শক্তি জোগাতে সোনিয়া কেই দলের সভানেত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। জানা গিয়েছে, আবার সচিন পাইলটের মতো তরুণ নেতারা চাইছেন, দলের দায়িত্ব নিন রাহুল গান্ধি।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধি। সে সময়ই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন সোনিয়া।

Share.
Leave A Reply

Exit mobile version