কলকাতা ব্যুরো: শিবের মাথায় জল ঢালার জন্য দামোদরে জল আনতে নেমে তলিয়ে গেলেন চার যুবক। ঘটনাটি ঘটেছে এ দিন ভোরে পশ্চিম বর্ধমানের অন্ডালে শ্রীরামপুর কুটিরডাঙ্গাঘাটে। তাঁদের সঙ্গে থাকা অন্য দুই যুবক চিৎকার জুড়লে আশপাশের লোকজন এসে তলিয়ে যাওয়াদের হদিস পাওয়ার চেষ্টা করে। কিন্তু জলের স্রোত বেশি থাকায় কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁদের খোঁজে দামোদরে এখনও তল্লাসি চালাচ্ছে।


গোপালমাঠ এলাকার ছয় যুবক শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার জন্য জল আনতে দামোদরে যান। জলে নামতেই প্রবল স্রোতে তলিয়ে যান চারবন্ধু। এঁরা হলেন সব্যসাচী মুখোপাধ্যায়, রাহুল মান্ডি, সৌরভ মন্ডল ও শিবু দাস। সকলেরই বয়স ১৮-২০ র মধ্যে। তাঁদের সঙ্গে কোনেরকমে রক্ষা পায় বাকি দুজন। তাঁরাই ভয়ে চিৎকার করে লোক জড়ো করেন।

Share.
Leave A Reply

Exit mobile version