কলকাতা ব্যুরো- নির্বাচন কমিশন সূত্রে জানানো হচ্ছে যে শীতল খুশির ওই ভোটকেন্দ্রে সকাল থেকেই তৃনমূল ও বিজেপির মধ্যে ভোট দেওয়া নিয়ে একটা বচসা বাধে। ঘটনা সামাল দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী তাদের কাছে আক্রান্ত হয় এবং জানা গিয়েছে যে তাদের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করে রাজনৈতিক কর্মীরা। এই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় আর সেই গুলিতে বিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে চারজন যুবক। তৃণমূল কংগ্রেসের দাবি ওই চারজন যুবক তৃণমূল কর্মী ছিলেন।

অন্যদিকে আজ বনগার জনসভায় কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ে শীতলকুচিতে চারজনকে মেরে দিয়েছে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ফের তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী তাঁর শত্রু নয়। কিন্তু তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে চলছে। বিজেপি পরাজিত হয়েছে তাই ভোটারদের গুলি করে মারছে বলে অভিযোগ করেন মমতা। দলীয় কর্মী ও সাধারণ মানুষদের শান্ত থাকার বার্তা দেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version