কলকাতা ব্যুরো : সুশান্ত মৃত্যু রহস্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তকে কড়া ভাষায় সমালোচনা করলেন মহারাষ্ট্রের শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। আর এ ভাবেই শুধু বিহার নয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এখন রাজনীতির মঞ্চে একে অপরকে বেঁধার হাতিয়ার হয়ে উঠেছে। হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলির ভোটের ইস্যু।
এ দিন এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় রাউত স্পষ্ট বলেন, “অনেকেই চান না সুশান্তের মৃত্যুর আসল সত্যটা সামনে আসুক। আর সেই কারণেই সিবিআইয়ের হাতে এই তদন্তভার তুলে দেওয়া হযেছে। সুশান্ত রহস্য সমাধানের পূর্ণ চেষ্টা করছে মুম্বাই পুলিশ। কিন্তু কিছু লোক পর্দার পিছনে বসে স্ক্রিপ্ট লিখছেন। তাঁরা কিছু লুকোতে চাইছেন। সিবিআইয়ের কাঁধে বন্দুক রেখে মহারাষ্ট্র সরকারকে নিশানা বানানোর ঘৃণ্য চক্রান্ত করছেন তাঁরা।
শিবসেনা মুখপাত্র তথা সাংসদের এই ইঙ্গিত যে সরাসরি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তা স্পষ্ট রাজনৈতিকমহলে। এর আগে এই ঘটনার তদন্তে আসা বিহার পুলিশের এসপিকে মুম্বাই পুরসভার কোয়ারইন্টাইনে পাঠানো থেকে সিবিআই তদন্তে বিরোধিতা–সবেতেই রাজনীতির গন্ধ পাচ্ছে রাজনৈতিকমহল। আবার বিহার সরকার এই মৃত্যু তদন্তের ভার সিবিআইকে দিতে চাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে কেন্দ্রের তা তদন্তকারী সংস্থাকে সপে দেওয়ার পিছনেও বিজেপি-র অতি সক্রিয়তা খুঁজে পাচ্ছেন অনেকেই।

Share.
Leave A Reply

Exit mobile version