কলকাতা ব্যুরো:রোনা পরিস্থিতির কারণে গত দু’বছর বন্ধ ছিল রাম নবমীর শোভাযাত্রা। সেই খামতি পূরণ করতে রবিবার রাস্তায় নেমেছিলো গেরুয়া শিবির। রাজ্যের বিভিন্ন প্রান্তে বেরিয়েছে শোভাযাত্রা। আর ধর্মীয় এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিজেপির নেতারা কর্মীরা। দিলীপ ঘোষ থেকে শুরু করে ‘সনাতনী’ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী থেকে ছোট-বড় নেতাকে দেখা গিয়েছে এদিনের রাম নবমীর মিছিলে। 

এর মধ্যে আবার আসানসোলের ভোট-বাজারে মিছিলে সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেসও। দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে। অন্যদিকে, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলও যথারীতি ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে হেঁটেছেন রাস্তায়। রবিবার বিকেল ৪টে নাগাদ আসানসোলের বার্নপুরে আখড়া কমিটির রাম নবমীর শোভাযাত্রায় সামিল হন শত্রুঘ্ন সিনহা। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। শত্রুঘ্ন ও মলয়-সহ তৃণমূল নেতৃত্বের গলায় দেখা গিয়েছে গেরুয়া উত্তরীয়। যা গেরুয়া শিবিরের লোকজনই পরেন। তৃণমূলের দাবি, গেরুয়া উত্তরীয় আখড়া পরিষদের দেওয়া। রামভক্তদের উদ্দেশে এদিন হাতও নাড়েন তৃণমূল প্রার্থী।

শত্রুঘ্ন বলেন, রাম নবমীর বিরাট বিজয়যাত্রা দেখলাম। প্রভু রামের কাছে প্রার্থনা করেছি, সবার মনকামনা তিনি পূর্ণ করুন। আর আমার ঘরেই তো রামায়ন। রামের ছোট ভাই শত্রুঘ্ন। আমরা চার ভাই। আর যমজ ছেলেদের নাম লব আর কুশ। ঘরের পরিচারকের নাম পবনকুমার।   

এদিন শত্রুঘ্ন বেরিয়ে যাওয়ার পর আখড়া কমিটির পুজোয় যান আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। তারপর অগ্নিমিত্রা শোভাযাত্রায় হাঁটেন। তবে এদিন তৃণমূল প্রার্থীর রাম নবমীতে সামিল হওয়া নিয়ে কটাক্ষও করেছেন অগ্নিমিত্রা। তাঁর কথায়,’রাম নবমীতে সবাই আসতে পারেন। কিন্তু হিন্দুদের উপরে যখন অত্যাচার হয় তখন মুখ্যমন্ত্রীকে কোনও কথা বলতে শোনা যায়নি। আসানসোলের মানুষ জানেন হিন্দুদের পাশে তৃণমূল কতটা দাঁড়িয়েছে! বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের সময় তৃণমূল নেত্রী নীরব ছিলেন। এভাবেই এ দিন আসানসোলে রাম নবমী মিলিয়ে দিয়েছে তৃণমূল ও বিজেপিকে। একই সঙ্গে উৎসব উপলক্ষে নির্বাচনী প্রচারের শেষ দিনে জনসংযোগ ঝালিয়ে নেন দুই প্রার্থী।  

পাশাপাশি এদিন রানিগঞ্জে রাম নবমীর শোভাযাত্রায় দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ছোটবেলায় আরএসএস করেছেন। শুভেন্দু বলেন বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে অনুষ্ঠান প্রতিবছর হয়। কয়েকদিন আসানসোলে আছি। ছোটবেলায় শাখা করেছি। অন্য দলে থাকাকালেও রাম নবমী পালন করেছি।

এছাড়াও এদিন মেদিনীপুরের কেরানিতলায় পুষ্পাঞ্জলি দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুরের মায়াবাজারে রাম নবমীর শোভাযাত্রাতেও সামিল হন।

সমর্থকদের আবদারে লাঠি খেলাও দেখান এককালের স্বয়ংসেবক দিলীপ।    

Share.
Leave A Reply

Exit mobile version