সন্দীপ ঘড়াই, শেয়ার মার্কেট অ্যানালিস্ট

আজ দিনের শুরুতেই বাজার অনেকটা উপরে খোলে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিস, হিন্দুস্তান লিভার, এইচডিএফসি ব্যাঙ্ক প্রত্যেকেই ২% করে উপরে থাকে। বেলা বারার সাথেই সাথেই বাজারে আবারও কিছুটা বিক্রির প্রবণতা দেখা যায়। দিনের শেষে সব মিলিয়ে নিফটি সেনসেক্স সামান্য নিচে বন্ধ হলেও ব্যাঙ্ক নিফটি কিছুটা হলেও উপরে বন্ধ হয়।

আগামীকাল খুব সাবধানে বাজারে ট্রেড করুন। আগামীকাল বড় ধরণের ওঠানামার সম্ভাবনা রয়েছে।অবশ্যই ব্যাঙ্কিং শেয়ার কেনার থেকে দূরে থাকুন।

আগামীকাল অ্যাপোলো হসপিটাল, গ্ল্যাক্সও, এইচসিএল টেক এবং ইনফোসিসের দিকে চোখ রাখতে পারেন।

আপাতত শেয়ার বাজার উপরের দিকে থাকলেই বিক্রি করার দিকে মন দিন। কিছুদিনের জন্য কেনার থেকেই দূরে থাকুন। যারা লংটার্ম ইনভেস্টমেন্ট র কথা ভাবছেন তারা আমাদের দেওয়া রেকমেন্ডেশন গুলো ফলো করতে পারেন।

বুধবার দিনের শেষে বাজার বন্ধ হয় নিফটি (NIFTY) ১১১৩১.৮৫ ( – ২১.৮০ ) পয়েন্ট , সেনসেক্স (SENSEX) ৩৭৬৬৮.৪২ ( – ৬৫.৬৬ ) পয়েন্ট নিচে। ব্যাঙ্কিং সূচক (BANK NIFTY) ২১১৭৮.৫০ ( +৩৯.৪০ ) পয়েন্ট উপরে।

বিদেশী মুদ্রার আজ মূল্য – USDINR Rs. 73.57 ( +0.01 ), GBPINR Rs. 93.82 ( +0.23 ), EURINR Rs. 85.90 ( -0.15 ) , JPYINR Rs. 70.00 (-0.36 ).

গতকাল সোনার দর ছিল ৫০৩৮১ টাকা ( ১০ গ্রাম )। যা কমে দাম হয়েছে ৪৯৭৩৪ ( – ১.২৮% ) টাকা । যা গতকালের তুলনায় ৬৪৭ টাকা কম ( রাত ৯ টা পর্যন্ত )।

গতকাল রুপোর দর ছিল ৬১২১৩ টাকা ( প্রতি কেজি )। আজ যা কমে হয়েছে ৫৯০৯৯ ( -৩.৪৫% ) টাকা । যা গতকালের তুলনায় ২১১৪ টাকা কম ( রাত ৯তা পর্যন্ত)।

( Share market investment are subject to market risk. Please invest carefully before investing.)

শেয়ার সংক্রান্ত কোনো তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন-

Sandip Gharai
Share market analyst
Mobile: +91 90880 20249
Whatsapp : +91 90880 20249
e-mail: gharai25@gmail.com

Share.
Leave A Reply

Exit mobile version