শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে যোগাযোগ
মৈনাক শর্মা 8759689108 (call and WhatsApp)

ইউক্রেইন রাশিয়া র শান্তি আলোচনা ও বিশ্ব বাজারে তেলের দাম কম হওয়ায় টানা দ্বিতীয় দিনে আরো উপরে বন্ধ হয় শেয়ার বাজার। Sensex বন্ধ হয় ৫৭,৯৪৩.৬৫ কালকের তুলনায় ৩৫০ পয়েন্ট বেড়ে যায় বি এস ই। অন্যদিকে ১০৩ পয়েন্ট বেড়ে ১৭,৩২৫ এর ঘরে পৌঁছায় Nifty।

কালকের নজরে থাকা এয়ারটেল ও বেশ উপরেই বন্ধ হয় । কিন্তূ Eicher মোটরস, divis labs, Jsw Steel, ব্যাঙ্কিং স্টক HDFC, ONGC, coal India, IOC আজ নিচেই ছিলো। তবে Nifty ফার্মা সেক্টর বাড়ে ১.৫ শতাংশ। বি এস ই মিডকাপ বাড়ে ০.৬ শতাংশ। আজ প্রায় ১০০ টি শেয়ার তার এক বছরের সর্বোচ্চ দামে যায়। ইন্ডিয়া ভিক্স এও অস্থিরতার মাত্রা ৫.৭৮ শতাংশ কমে দাঁড়ায় ২২.৬১ র কাছে।

NIFTY কে বিশ্লেষণ করলে দেখা যাবে ১৭৩৩০ এর নিকট একটি প্রতিরোধক জনে দাঁড়িয়েছে। তবে ১৭৪৫০ র ঘর না পার করলে বুল রানের আশা নেই। কালকে নজরে রাখতে হবে টাটা কেমিক্যাল। বর্তমান বাজার মূল্য ৯৮৮, স্টপ লস হবে ৯৪৫।

Share.
Leave A Reply

Exit mobile version