কলকাতা ব্যুরো: তবে কি পয়লা বৈশাখেই চালু হচ্ছে ইস্ট–ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন এবং সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। আর এই পরীক্ষায় সবুজ সঙ্কেত পেলেই একমাসের মধ্যে চালু হবে ইস্ট–ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন।

এদিন রেলওয়ে সেফটি কমিশনার মহম্মদ লতিফ খান পরীক্ষা করেন। খতিয়ে দেখেন তৈরি হওয়া স্ক্রিন ডোর, চলমান সিঁড়ি, ঝকঝকে স্টেশন। তাহলে কী ইস্ট– ওয়েস্ট মেট্রো সেক্টর ফাইভের সঙ্গে জুড়ে যাবে শিয়ালদহ স্টেশন? সূত্রের খবর, যদি সব ঠিক থাকে তাহলে এপ্রিল মাসেই চালু হতে পারে শিয়ালদহ স্টেশন।

COMMISSIONER OF RAILWAY SAFETY INSPECTS PHOOLBAGAN TO SEALDAH (PHASE-1C) OF EAST-WEST METRO

কী কী থাকছে শিয়ালদহ মেট্রো স্টেশনে?‌ সূত্রের খবর, এখানে সবচেয়ে বেশি টিকিট কাউন্টার, চলমান সিঁড়ি, ঢোকা–বেরোনোর পথ থাকছে শিয়ালদহ স্টেশনে।

সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পথে এখন মেট্রো চলছে। এদিন ট্রলি ইনস্পেকশন করেন রেলওয়ে সেফটি কমিশনার মহম্মদ লতিফ খান। তারপর থেকেই দ্রুত মেট্রো চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মেট্রো সূত্রে খবর, শিয়ালদহ মেট্রো চালু হয়ে গেল যাত্রী সংখ্যা অনেকটা বাড়বে।

এখন ইস্ট-ওয়েস্ট মেট্রো সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে। আর এটা চালু হয়ে গেলে ফুলবাগান থেকে শিয়ালদহ প্রায় আড়াই কিলোমিটার পথ নিরবচ্ছিন্নভাবে যেতে পারবেন মানুষজন। ইস্ট–ওয়েস্ট প্রকল্পের মধ্যে বড় স্টেশন হতে চলেছে শিয়ালদহ।

Share.
Leave A Reply

Exit mobile version