কলকাতা ব্যুরো: মুসলিম হওয়ার কারণে ১০জন মাদ্রাসা শিক্ষককে থাকতে দেওয়া হয়নি। এমনই গুরুতর অভিযোগ উঠলো সল্টলেকের দুই গেস্ট হাউসের বিরুদ্ধে। যদিও তাদের আগে থেকেই ঘর বুকিং করা ছিলো বলে দাবি। এই ঘটনায় গেস্ট হাউসের কর্মীকে আটক করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
ওই শিক্ষকেরা এসেছিলেন বিকাশ ভবনে মাদ্রাসা সংক্রান্ত একটি বৈঠকে যোগ দিতে। কিন্তু আগাম বুকিং থাকা সত্ত্বেও দাড়ি থাকা এবং মুসলিম হওয়ার কারণেই তাদের ঘর দেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও গেস্ট হাউস কর্তৃপক্ষের বক্তব্য, ঘর না থাকতেই তা দেওয়া যায়নি। এই ঘটনায় সমালোচনায় মুখর হন সমাজের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
তাঁদের মতে, এ রাজ্যে এমন ঘটনা ভাবাই যায় না। নড়েচড়ে বসে প্রশাসন। আটক করা হয় ৫ জনকে। তাদের নজর গেস্ট হাউসের রেজিস্টারের দিকে। কি ভাবে তার দুটো পাতা লোপাট হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
