সিম্প্লিসিটি যদি কোন আর্ট হয় তবে পরিচালক দীপক কুমার মিশ্রা তাঁর পঞ্চায়েতে করে দেখিয়েছেন। রিলিজের প্রায় এক সপ্তাহ না পেরোতে পেরোতেই পঞ্চায়েতের ২ সিজন প্রথম সিজেনের মতো দর্শকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। আমাজন প্রাইমের ওয়েব সিরিজ পঞ্চায়েতের প্রথম সিজন রিলিজ করেছিল ২০২০ সালের মার্চ মাসে। দীর্ঘ অপেক্ষায় দর্শকদের রেখে এর ২ সিজন রিলিজ করেছে ১৯ মে, আর কথায় বলে সবর কা ফল মিঠা হোতা হ্যায়। তবে এখানে মিঠার সাথে আনন্দ-অনুভূতি-দুঃখ-রাগ সব মিলিয়ে দুর্দান্ত পঞ্চায়েত ২।

মুখ্য অভিনয়ে সচিব জির চরিত্রে জিতেন্দ্র কুমার, প্রধান জি রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফেইজাল মালিক, চন্দন রায় আগের মতোই দারুণ অভিনয় করেছেন। কোনও আর্টিফিশিয়াল মেকাপ ছাড়া, চোখ ধাঁধানো সেট, গ্রাফিক্স এবং নামভারী অভিনেতা ছাড়াও যে এত ভালো সিরিজ অডিয়েন্সদের উপহার দেওয়া যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ডিরেক্টর দিপক কুমার মিশ্রা। রঘুবীর যাদব এবং নীনা গুপ্তার অভিনয়ের নাব্যতা বলিউড বুঝতে পারলেও জিতেন্দ্র কুমার ওরফে জিতু ভাইয়া যে কত বড় মাপের অভিনেতা সেটা বোঝা বলিউডের উচিত। যখনই tvf এর কোন সিরিজ আসে তখন তা দর্শকের মন জয় করে, এবারও তাই হলো।

প্রথম সিজেনের সিম্প্লিসিটির সাথে এইবার পঞ্চায়েত-এ এমএলএ সাহেবের চরিত্রে পঙ্কজ ঝা অল্প সময়ের জন্য স্ক্রিন পেলেও দর্শকদের মন জয় করেছেন। মূলত এমএলএ আর বনরাক্ষাস ভুষানের জন্যই পঞ্চায়েত ওয়েব সিরিজের প্রথম সিজনের থেকেও দ্বিতীয় সিজনে গ্রামের প্যালিটিকাল প্রেক্ষাপট বেশি ধরা পড়েছে। গ্রামের রাস্তা সংস্কার থেকে শুরু করে শৌচালয় বানানো অবধি সবতেই গ্রাম্য রাজনীতির ছাপ স্পট।


প্রথম সিজন যেখানে শেষ হয়েছিল সেই জলের ট্যাঙ্ক থেকেই ২ সিজনের শুরু। তবে এই সিজনে রিঙ্কির সঙ্গে সচিব জির লাভের ফার্স্ট সাইট বা মিষ্টি বন্ধুত্ব দেখা যাবে।

তবে এইবার পঞ্চায়েত দর্শকদের শেষে কাঁদিয়ে ছাড়বে। ছেলে হারা এক বাবা প্রহ্লাদের দুঃখে গোটা ফুলিয়া গ্রাম থেকে স্ক্রিনের অপর দিকে বসে থাকা দর্শকও নিজের কান্না ধরে রাখতে পারবে না; "খালি..খালি সা হ্যায়" গান একটা মনখারপ রেখে যাবে। পঞ্চায়েত একটা জার্নি এমন একটা গল্প যা দর্শক নিজেও অনুভব করবে। সিজন ২ এর মোট ৮ টা এপিসোড। পঞ্চায়েত এক বন্ধুত্বের কাহিনী যা মনে ছাপ ফেলে যায়। সব মিলিয়ে জমজমাট পঞ্চায়েত ২ দেখতে হবেই।
Share.
Leave A Reply

Exit mobile version