বেশ কয়েক বছর হলো ভিড় আর সামলানো যাচ্ছে না টালা প্রত্যয়ের দুর্গাপুজোয়। দর্শনার্থীদের সামলাতে হিমসিম খাচ্ছেন কর্মকর্তারা। এবারে কি হবে? ” যদি মানুষ বাড়ি থেকে বের হয়, আমরাও প্রস্তুত আছি ‘ জানিয়ে দিলেন টালা প্রত্যয়ের কোষাধ্যক্ষ শুভংকর সাহা।

এবারে ৯৫ বছরে পা দিলো উত্তর কলকাতার এই বিখ্যাত পূজা। এবারের থিম, ‘ লোকহিত’ । কোভিড অতিমারির মধ্যে মানুষ খুব কষ্টে আছে। আর সেজন্যই এই থিম এবারে কলকাতার এই পুজো কমিটির। কাজ ও হয়েছে অনেক। ক্লাবের পক্ষ থেকে অনেক গ্রামে গিয়ে দুর্দশাগ্রস্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কর্মকর্তারা। সম্প্রতি তারা বিনামূল্যে একটি স্যানিটাইজার ভেহিকেল নিয়ে পৌঁছে যাচ্ছেন যেখান থেকে ডাক আসছে। আমফান বিধ্বস্ত বহু অঞ্চলে পৌঁছে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন এই ক্লাবের সদস্যরা।

সে সব মাথায় রেখেই এই বারের থিম লোকহিত। মহালয়ার দিন ঘটা করে মায়ের চক্ষুদান হয়েছে, জানালেন ক্লাবের এক কর্মকর্তা। দ্বিতীয় চক্ষুদান অনুষ্ঠিত হবে ২ বা ৩ অক্টোবর। তৃতীয় চক্ষুদান পঞ্চমী বা ষষ্ঠীর দিন। শাস্ত্র মতে পূজো হবে। এবারও কিন্তু মূল উদ্দেশ্য মানুষের সেবা। অনেকটা অর্থই চলে গেছে সেবা কাজে। বাকি যা আছে তাই দিয়ে পূজা হবে। এবারে প্রতিমা শিল্পী সুশান্ত পাল। তবে অন্য বারের মত বিজ্ঞাপন পাচ্ছে না ক্লাব। চাঁদার আশাও কম। তবে সাধ্যের মধ্যেই যতটুকু সামর্থ তাই দিয়েই মাকে বরণ করবে টালা প্রত্যয়।

Share.
Leave A Reply

Exit mobile version