কলকাতা ব্যুরো : ফিনোলেক্স শারদ সন্মান পেয়েছেন। বেশ কয়েকবার এশিয়ান পেন্টস শারদ সন্মানের কাছাকাছি গিয়েও হাত ফসকে গেছে। কিন্তু এবার সন্তোষপুর ত্রিকোণ পার্কের পূজো ঘিরে উদ্বিগ্ন উদ্যোক্তারা। একে মহামারী তার ওপর মানুষের হাতে টাকা পয়সা কম। সুতরাং এখনও সব কিছু ঠিক করে উঠতে পারেন নি তারা।বিশ্বকর্মা পুজোর আগে পর্যন্ত একটু দিশেহারা অবস্থা তাদের। ২৫ সেপ্টেম্বর সরকারের পূজো কমিটিগুলোর সঙ্গে মিটিং এর দিকে তাকিয়ে সবাই।

থিমের পূজো হয় প্রতিবার। এবারও হয়তো হবে। কিন্তু এবার কি থিম হবে পুজোর একমাস আগে এখনো পর্যন্ত তাই ঠিক হয় নি। তবে সরকার যা গাইড লাইন দেবে সেই মতোই পূজো হবে, জানালেন ওই পুজোর সহ সভাপতি দেবাশিস সরকার। ১৯৫০ সাল থেকে চলে আসছে পূজো। কিন্তু এবারে এই পরিস্থিতি হবে কেউ ভাবতে পারেন নি। এবারের বাজেট ১০ থেকে ১২ লাখ। অনেকটা কম আগের বছরগুলোর তুলনায়। অনেকেই ওয়েব কাস্টিংয়ের জন্য যোগাযোগ করেছেন কিন্তু অর্থের কথা ভেবে এখনও সে সম্পর্কে কিছু ঠিক হয়নি। এবারে প্রতিমা তৈরি করছেন পরিমল পাল। তবে সব কিছুর জন্যই প্রস্তুত পূজো কমিটি। বেশি জনসমাগম হলেও সামাল দেবার যথেষ্ট ব্যবস্থা থাকবে বলে পুজো কমিটির তরফে জানা গিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version