কলকাতা ব্যুরো : এই দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি। কোভিড থেকে পরিত্রাণ। আমাদের সবার মতো নবোদয় সংঘ ও এবারে সেই পথই বেছে নিয়েছে তাদের থিম হিসাবে। মাকে বরণ করে সেই আশীর্বাদই চাইবেন তারা। এবারে ৩২ বছরে পদার্পণ করলো এই দূর্গা পূজা। প্রতিমা তৈরি করছেন দীপঙ্কর পাল।

অন্যান্য পুজোর মত এবারে নবোদয় সংঘেও অর্থাভাব রয়েছে। কর্পোরেট স্পন্সরশিপ সে ভাবে নেই। দু – চার জনের সঙ্গে কথা হয়েছে। “আশা আছে। কিছু স্পন্সরশিপ পাবো বলে মনে হচ্ছে”, জানালেন ক্লাবের প্রাক্তন সেক্রেটারি সৌরভ দত্ত। আগের বারের বাজেট ছিল প্রায় ৬ লাখ। এবারে কমবে। রাজ্য সরকারের সব নিয়ম মেনেই পূজো হবে এবার। নেই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনে আসছেন কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ ও ফুটবলার সুব্রত পাল।

Share.
Leave A Reply

Exit mobile version