কলকাতা ব্যুরো : এবারে ৮৬ বছর। প্রায় শতবর্ষের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে উত্তর কলকাতার হাতিবাগানের এই পূজো। ১৯৯৭ থেকে থিম পূজো আরম্ভ হয়েছে এখানে। এই বছরের থিম “কোলাজ”। কথা হলো পুজোর কনভেনর এবং ফোরাম ফর দুর্গোৎসবের সেক্রেটারি শাশ্বত বসুর সঙ্গে। তিনি জানালেন, ” এখনও থিমের সমস্তটা ঠিক করে উঠতে পারি নি। দেখা যাক কি দাঁড়ায়।” তবে বনেদি পাড়ার এই পুজোতে এবারেও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। আমন্ত্রণ ইতিমধ্যেই জানানো হযেছে। তবে সময় করে আসতে পারবেন কি না তা বলা যাচ্ছে না। আগেরবার এই পূজো মুখ্যমন্ত্রীই উদ্বোধন করেছিলেন। কর্মকর্তাদের পাশে আছেন এলাকার কাউন্সিলর অতীন ঘোষ এবং বিধায়ক সাধন পান্ডে মহাশয়ও।

হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম   "কোলাজ"

কোভিড বিধি সমস্ত মেনেই পূজো হবে এবার। থাকছে মাস্ক, স্যানিটাইজার এর ব্যাবস্থাও। তবে হয়ত আগের বছরগুলোর মত সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে না পূজো কমিটি।

Share.
Leave A Reply

Exit mobile version