কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণে সংখ্যা আর শতাংশের কারিকুরি সত্যিই বোঝা দায়। করোনা টেস্ট কম, অথচ সংক্রমণ বেড়ে গেল। আবার সুস্থতার সংখ্যা বেড়েছে, হারও বেড়েছে। এসবের আন্তঃসম্পর্ক বিশেষজ্ঞরাই বলতে পারবেন।
সাধারণ মানুষ শুধু এটুকু বুঝতে পারছে, ছয় সপ্তাহের গণ্ডি ভেঙে রাজ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েই চলেছে। শুধু তাই নয়, দৈনিক মৃত্যুও ছয় সপ্তাহের পরিসংখ্যান আবার ভেঙে ফেলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে ৩,৩৪০ জন। মৃতের সংখ্যা ৬২।
জেলাগুলির মধ্যে মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ১৯ জনের, কলকাতায় ১৩ জনের। ৬ জন করে মৃত্যু হয়েছে হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে। ৩ জন করে মৃত্যু দক্ষিণ ২৪ পরগনা ও হুগলিতে। পশ্চিম বর্ধমানে ২ জন মারা গিয়েছেন। ১ জন করে মৃত্যু মুর্শিদাবাদ ও পুরুলিয়ায়।
রাজ্যে শনিবার পর্যন্ত মোট আক্রান্ত ২,৬৬,৯৭৪, মোট সংক্রমণ মুক্ত ২,৩৪,৭১২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩,০১৩ জন। সুস্থতার হার এখন ৮৭.৯২। শনিবার করোনা টেস্ট কমে হয়েছে ৪১,১২৮। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ৬৩১, সংক্রমণ মুক্ত ৬১৬ জন।
উত্তর ২৪ পরগনায় এই দুই পরিসংখ্যান যথাক্রমে ৬৪১ ও ৬৪০, হাওড়ায় ২৩৪ ও ১৩৫, পশ্চিম মেদিনীপুরে ১৩৪ ও ১১০, দক্ষিণ ২৪ পরগনায় ১৯৬ ও ২৪৮, হুগলিতে ১৬১ ও ১৫২ এবং পশ্চিম বর্ধমানে ৯৩ ও ৮৫ জন।

Share.
Leave A Reply

Exit mobile version