কলকাতা ব্যুরো : পূজো আসতে আর মাস খানেক। মহালয়া অবশ্য হয়ে গিয়েছে বৃহস্পতিবারই। গড়িয়াহাটের সিংহী পার্কের পুজোয় চলছে সাজো সাজো রব। তবে থিম নয়, সবেকিয়ানাতেই ভরসা তাদের। এবারে ৭৮ বছরে পা দিলো এই পূজো। পূজো কোভিডের সমস্ত স্বাস্থ্য বিধি মেনেই। মুখে মাস্ক এবং স্যানিটাইজার হাতে নিয়ে মণ্ডপে ঢুকতে হবে।

ওই পুজো কমিটির যুগ্ম সম্পাদক ভাস্কর নন্দী জানালেন, আগের বছরগুলোর মতো হবে না পূজো। কোভিড পরিস্থিতিতে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এবারে এখানে প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্র পাল। পুজোর ওয়েব কাস্টিং এর ব্যবস্থা হচ্ছে। ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাবে বোধন থেকে বিসর্জন। তবে আর কোনো সংস্থাকে ওয়েব কাস্টিং এর দায়িত্ব দেওয়া হবে কি না তা এখনও ঠিক করে উঠতে পারেনি পূজা সমিতি। তবে বনেদী পাড়ার পুজোয় বনেদিয়ানা বজায় থাকবে বলেই আশা সবার।

Share.
Leave A Reply

Exit mobile version