কলকাতা ব্যুরো : এবারে ৪৮ বছরে পড়লো দেবদারু ফটক সাধারণ দুর্গোৎসব। আর এবারের এই পুজোর বৈশিষ্ট্য হলো – কোনো বিশিষ্ট ব্যাক্তি নন, পূজো উদ্বোধন করবেন ডাক্তার, নার্স আর কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা ব্যাক্তিরা। অভিনব উদ্যোগ নিঃসন্দেহে।

বাজেট কি রকম পুজোর? ক্লাব সদস্য অরিজিৎ হালদার জানালেন, আগের বছরের অর্ধেক। এবার পাড়ায় যারা মহামারী আক্রান্ত তাদের সেবা – শুশ্রূষায় অনেকটা অর্থ চলে গেছে। একটি বেসরকারি সংস্থার সঙ্গে ক্লাব চুক্তিও করেছে। যদি কোনো আর্থিক ভাবে পিছিয়ে পড়া ব্যক্তি করোনা আক্রান্ত হন তবে ক্লাব তার সমস্ত খরচ বহন করবে। আমফান বিধ্বস্ত এলাকায়ও ত্রান পৌঁছে দিয়েছে ক্লাব। তাই বাজেট ২৬ লক্ষ থেকে কমে এবার ১২ – ১৩ লক্ষ।

তবু থিমের পূজো হবে এবার এখানে। এবারের থিম ” ‘শব্দযাপন’। কোভিডে কলকাতা শহরের যে সব চেনা শব্দ বন্ধ হয়ে গেছে তাই তুলে ধরা হবে এবারের থিমে। ট্রেন চলার শব্দ, হাওড়া বা শিয়ালদহ স্টেশনের চেনা শব্দ আবার শুনতে পাবেন এই মণ্ডপে। এবার প্রতিমা শিল্পী সৌমেন পাল।

Share.
Leave A Reply

Exit mobile version