কলকাতা ব্যুরো : সাজো সাজো রব চলছে। খুঁটি পুজোও হয়ে গেছে। মণ্ডপ সজ্জা চলছে দ্রুত গতিতে। কিন্তু থিম নেই এইবার। থিমের জন্য বিখ্যাত দক্ষিণ কলকাতার এই পূজো। কিন্তু এবারে নেহাতই সাদামাটা করে পূজো করবেন চেতলা অগ্রণী , জানালেন ক্লাব সদস্য সতীনাথ ব্যানার্জী। তবে ২৫ তারিখ রাজ্য সরকারের সঙ্গে পূজো কমিটির মিটিং এর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে পুজোয় কি কি নিয়ম পালন করা হবে ক্লাবের পক্ষ থেকে। তবে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতেই হবে সব দর্শনার্থীকে। মণ্ডপ এমন ভাবে করার চেষ্টা হচ্ছে যাতে মণ্ডপের মধ্যে না ঢুকেই প্রতিমা দর্শন করা যায়।

এবারে ২৭ বছরে পড়ছে এই দুর্গোৎসব। প্রতিমা তৈরি করছেন অনির্বাণ দাস। তবে আগের বছর গুলির মত উৎসাহ উদ্দীপনা নেই মানুষের মধ্যে। কিছু বিজ্ঞাপন পাওয়ার আশা আছে। তবে চাঁদার ওপর আগের মতো ভরসা করতে পারছেন না ক্লাব কর্তৃপক্ষের কেউই। তবে ভরসা একটাই, এবারেও মুখ্যমন্ত্রী আসছেন উদ্বোধনে। দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ২৫ এর পর জানা যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version