কলকাতা ব্যুরো : ৭২ বছরে পা দিলো বড়িশা সার্বজনীন দুর্গোৎসব। এবারে তাদের থিম রূপান্তর। করোনার আগে, করনার সময় এবং করনার পরে মানুষের জীবনযাত্রা কেমন ছিল আর কেমন হবে সেটাই এবার উঠে আসবে বড়িশা সার্বজনীন দুর্গোৎসব থিমে। আগের বছরগুলোতে খুবই ধুমধাম করে পূজা হতো। এই বছর কোভিড পরিস্থিতিতে পূজো হবে একটু অন্যরকম। দুটো স্যানিটাইজিং গেটের ব্যাবস্থা থাকছে এবার। তার মধ্যে একটা ইউভি স্যানিটাইজিং লাইট দেওয়া। কেন এরকম ? দুর্গোৎসব কমিটির কোষাধক্ষ্য অর্ণব ব্যানার্জীর মতে, অনেক দর্শনার্থী আসবেন নতুন জামা কাপড় পরে। তাদের জামা কাপড় যাতে স্যানিটাইজিং -এ নষ্ট না হয় তাই এই ব্যাবস্থা।

এবারের বাজেট ২০ লাখ। আগের বারের এক তৃতীয়াংশ। আগেরবার বাজেট ছিল ৬০ লাখ। ওয়েবজকাস্টিং হবে কি না ঠিক হয়নি এখনও। অনেকেই যোগাযোগ করছেন । কর্পোরেট স্পন্সরশিপ এবার পাওয়া যাচ্ছে না তেমন। চাঁদা তোলা শুরু হয় নি এখনও। অনেক অসুবিধার মধ্যে আছেন মানুষ। কিছুদিন পর থেকে মানুষের কাছে যাবেন পূজা উদ্যোক্তারা। অর্ণববাবু জানিয়ে দিলেন এবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। উদ্বোধন আগের বছর কলকাতার মেয়র এসে করে গিয়েছিলেন। এবারে এখনও ঠিক হয়নি কিছু।

Share.
Leave A Reply

Exit mobile version