কলকাতা ব্যুরো: প্রবল দুর্যোগের আশঙ্কায় এ রাজ্যের চারটি জেলায় আগামী ২৪ ঘণ্টার জন্য লাল সর্তকতা জারি করা হলো। শুক্রবার থেকে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কায় সুন্দরবনের বাসিন্দাদের শুক্রবার ঘর থেকে না বাড়ানোর জন্য সর্তকতা জারি করল প্রশাসন।

নিম্নচাপের এই বৃষ্টিতে এ রাজ্য লাগোয়া উড়িষ্যার চারটি জেলাতেও রেড এলার্ট জারি করা হয়েছে। কোস্টগার্ডের বাহিনী একদিকে উড়িষ্যার কেন্দা, জগৎসিংপুর ও বালাসরে প্রবল ক্ষতির আশঙ্কায় সেখানে নজরদারি শুরু করেছে।
আবার এ রাজ্যের উপকূলবর্তী চার জেলার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সঙ্গে ঝোড়ো বাতাস বইবে।
ইতিমধ্যেই সুন্দরবনের কয়েক হাজার লোককে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরো নতুন কয়েকটি ত্রাণশিবির খুলে দেওয়া হয়েছে, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য।
নিম্নচাপ আগামী ২৩ অক্টোবর সাগর দ্বীপের গা ঘেঁষে খেপুপাড়া হয়ে বাংলাদেশে ঢুকবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।তার আগে প্রায় 180 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব পারাদ্বীপ হয়ে ঢুকবে। কিন্তু তার আগে এই ঝঞ্ঝায় ক্ষতি কমাতে এখন তৎপরতা শুরু হয়েছে প্রশাসনে।
কলকাতা ও শহরতলীতে ঝড় এবং বৃষ্টিতে পুজো মণ্ডপের ক্ষতি হতে পারে। তাই আগাম সতর্কতা জারি করা হয়েছে। এব্যাপারে কলকাতা পুরসভা এবং জেলাশাসকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।
কলকাতায় বেশ কিছু জায়গায় বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেলে দ্রুত যাতে তা নামানো যায়, সেজন্য নিকাশি বিভাগকে সতর্ক করেছে কলকাতা পুরসভা।

Share.
Leave A Reply

Exit mobile version