কলকাতা ব্যুরো: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe)। বুধবার ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট নির্বাচন হয়। গত সপ্তাহে গোতাবায়া রাজাপক্ষে প্রথমে মালদ্বীপে এবং পরে সিঙ্গাপুরে চলে যান। সেখান থেকে তিনি প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়ার পর ১৩ জুলাই কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রধানমন্ত্রী রনিল (Ranil Wickremesinghe)। এবার তিনিই সংকটাপন্ন দেশটির নতুন প্রেসিডেন্ট হলেন। দেশের ৪৪ বছরের ইতিহাসে এই প্রথম সংসদ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করল।

৭৩ বছর বয়সী প্রেসিডেন্ট এর আগে ৬ বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন। শেষবার এ বছর দেশের চরম সংকটের বিরোধীদের চাপে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করলে বিক্রমসিংহেকে (Ranil Wickremesinghe) প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া। বুধবার সংসদে ২২৫ জন সদস্যের মধ্যে ১৩৪টি ভোট পান প্রধানমন্ত্রী ৷ তাঁর প্রতিপক্ষ দাল্লাস আলাহাপ্পেরুমা ৮২টি ভোট এবং বামপন্থী জেভিপি নেতা অনুরা কুমারা মাত্র ৩টি ভোট পেয়েছেন ৷

ভোট শেষে স্পিকার মাহিন্দা ইয়াপা রনিল বিক্রমাসিংহেকে (Ranil Wickremesinghe) প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের কথাটি জানান। সংসদের টুইটার হ্যান্ডেলেও একটি টুইট করে জানানো হয়েছে, সংসদের সেক্রেটারি জেনারেল ঘোষণা করছেন, মাননীয় রনিল বিক্রমসিংহে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ৷

দেশ চরম অর্থনৈতিক সংকটে ৷ ভারত বারে বারে ত্রাণসামগ্রী, জ্বালানি পাঠাচ্ছে প্রতিবেশী দ্বীপরাষ্ট্রটিতে ৷ সাড়ে চার দশকের রাজনৈতিক জীবনে বিক্রমসিংহ বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে থেকেছেন ৷ এমনকী তাঁর সঙ্গে ভারতীয় নেতাদের সুসম্পর্ক রয়েছে বলেই শোনা যায় ৷

গত সপ্তাহে দেশের অর্থনৈতিক দুর্দশা কাটাতে আইএমএফ-এর সঙ্গে কথাবার্তা চলছিল তাঁর ৷ শ্রীলঙ্কায় খুব শিগগিরি বিদেশি দেশগুলির আর্থিক সাহায্য পৌঁছবে বলে আশ্বাস মিলেছে ৷ ২০২৪-এর নভেম্বরে গোতাবায়া রাজাপক্ষের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৷ তাই বিক্রমসংহেরও সেই সময় পর্যন্তই দেশের প্রেসিডেন্ট থাকার কথা ৷

Share.
Leave A Reply

Exit mobile version