কলকাতা ব্যুরো: বাঁকুড়ার মেজিয়া থানা এলাকার রানীগঞ্জের দামোদরের স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন কিশোর। মঙ্গলবারের ওই ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত দুজনের দেহের হদিস পাওয়া গেলেও এখনো একজনের কোন খোঁজ নেই। ঘটনাটি ঘটে রানীগঞ্জের মথুরা চন্ডী ঘাটে দামোদর নদ এলাকায়। মঙ্গলবার থেকে দফায় দফায় নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয় কিন্তু এখনো পর্যন্ত একজনের না পাওয়ায় শোকে পাথর পরিবার।

রানীগঞ্জের জ্ঞান ভারতী স্কুলের একাদশ শ্রেণীর চার ছাত্র প্রাইভেট টিউশন পড়ে মঙ্গলবার নদীতে স্নান করার ইচ্ছে জাহির করে। এরপরই চার বন্ধু মিলে নদীতে গিয়ে স্নান করতে নামলেও, এক বন্ধু ফিরে আসে বাবার ডাকে। সেখানে অন্য সকল বন্ধুরা নদীতে স্নান করতে নামে, নিজেদের জামাকাপড় সব নদীর ধারে রেখেই। এরপর থেকেই নিখোঁজ তিন একাদশ শ্রেণির ছাত্রকে আর কেউ দেখেনি। মঙ্গলবার দুপুরে এই খবর তার আত্মীয় স্বজনরা পেলে জোর তল্লাশি শুরু করে দামোদর নদ এলাকায়।

যদিও বুধবার সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ মেলেনি নিখোঁজ ছাত্রের। ঘটনার খবর পুলিশ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করে স্থানীয়রা এ কাজে হাত লাগান।

বুধবার সকাল থেকে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডুবুরীর বিশেষ দল এসে পৌঁছে তল্লাশি শুরু করে। পরে সকাল আটটা দশ নাগাদ একজনের দেহ ও পরে ন’টা নাগাদ আরো একজনের দেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল। এখনো জোর তল্লাশি চলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের বিশেষ দলের।

Share.
Leave A Reply

Exit mobile version