কলকাতা ব্যুরো: শুরু হয়ে গেল তাল ঠোকা ঠুকি। ২৪ ঘন্টা আগে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্রে বিমল গুরুংয়ের সর্মথকরা বাজি ফাটিয়ে স্লোগান দিয়ে প্রকাশ্যে এসেছিলেন প্রায় তিন বছর পর। আর রবিবার সকালে সোনাদায় মিছিল বের করল বিমল গুরুংয়ের বিরোধী গোষ্ঠী।
এদিন সকালে সোনাদায় জড়ো হন বিমল গুরুংয়ের বিরোধী বলে পরিচিত নেতারা। বিশাল সংখ্যক পাহাড়িকে এনে মিছিল করা হয় শহরের রাস্তায়। তাদের হাতে গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা, মুখে জয় গোর্খা আর বিমল মুর্দাবাদ।

যদিও আগের দিন যেমন বিমল পন্থীরা নিজেদের মতই পোস্টার টানিয়ে, বাজি ফাটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিলেন, এদিন বিরোধীরাও একই ভাবে বুঝিয়ে দিলেন তারা বিমলের ফেরা সমর্থন করছেন না। যদিও এখানে কতটা বিনয় তামাংয়ের ডেকে আনা লোক রয়েছে, আর কতজন স্বেচ্ছায় এসেছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে পাহাড়ে অন্যান্য দলের নেতাদের মধ্যেই।

Share.
Leave A Reply

Exit mobile version