কলকাতা ব্যুরো: দুদিনের দার্জিলিং ও সিকিম সফরে আজ এ রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি মূলত চিন লাগোয়া সিকিমের সীমান্তবর্তী এলাকায় যাবেন। সেখানে বর্ডার রোড অর্গানিজেশন একটি সীমান্ত রাস্তা তৈরি করেছে। তার তিনি উদ্বোধন করবেন। এ ব্যাপারে নিজেই টুইট করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী।

রাজনাথ সিংয়ের সিকিম সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে দেখা করার কথা আছে। মূলত চিনের সীমান্তে প্রহরায় থাকা বাহিনীর জওয়ানদের উৎসাহ দিতেই তার সেখানে যাওয়া। একই সঙ্গে সীমান্তের কাছাকাছি চিনের লাগোয়া এলাকায় শস্ত্র পূজা নামে আগ্নেয়াস্ত্রের পূজাতেও যোগ দেওয়ার কথা প্রতিরক্ষামন্ত্রীর।

ভারতীয় সেনাবাহিনী হিন্দু ধর্মীয় রীতি মেনে অস্ত্র রেখে শক্তির পূজা করেন। সেখানেও যোগ দেবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। গত এপ্রিল মাস থেকে লাদাখ থেকে অরুণাচল প্রদেশের সীমান্ত এলাকায় যেভাবে চিন সেনা বাড়াচ্ছে, তার ফলে ভারতীয় সীমান্তে নজরদারি বাড়াতে হয়েছে। সেই বাহিনীর অবস্থা খতিয়ে দেখতেই আজ সফর প্রতিরক্ষা মন্ত্রীর।

Share.
Leave A Reply

Exit mobile version