কলকাতা ব্যুরো: আসানসোল বিদ্যাসাগর আর্ট গ্যালারীতে চলা শিল্পী সুশান্ত রায়ের সৃষ্টি মোমের মূর্তির প্রদর্শনী সস্ত্রীক ঘুরে দেখলেন বাবুল সুপ্রিয়।
সেখানেই কলকাতার ময়দানে বছরে ১৫ দিন যে সব তাবু বন্ধ থাকে সেনা বাহিনীর নির্দেশে সে প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, মান্ধাত্তার আমলের একটা নিয়ম দীর্ঘ দিন চলতে পারেনা। এর পরিবর্তন অবশ্যই প্রয়োজন । তাই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। ওই নিয়ম শিথিল করার জন্য। তাহলে ময়দানে ১৫ দিন খেলা, প্র্যাকটিস থেকে শুরু করে সব কাজকর্ম বন্ধ রাখার যে নিয়ম চলে আসছে, তার বন্ধ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি বাবুলের।


সুশান্ত রায়ের মূর্তি প্রদর্শনীতে স্বামী বিবেকানন্দ , অমিতাভ বচ্চন, সৌমিত্র চ্যাটার্জী ও সুশান্ত সিং রাজপুতের মূর্তি দেখে আবিভুত হন বাবুল। তিনি শিল্পী সুশান্ত রায়ের ভূয়শী প্রশংসা করে বলেন, শিল্পী সুশান্ত আমাদের গর্ব। শিল্পীর নাম করে শিল্প জগতে বহু বেনো জলের অনুপ্রবেশ ঘটছে। নিজে একজন শিল্পী হিসাবে আমি চাই সুশান্ত রায় আরো খ্যাতি লাভ করুক।

Share.
Leave A Reply

Exit mobile version