কলকাতা ব্যুরো : এবার বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অরাজনৈতিক সভায় মন্ত্রী জানালেন, ” স্তাবকতা করিনা তাই নম্বর কম।” আরো বলেছেন, পেছন থেকে তাকে টেনে ধরা হয়েছে। অরাজনৈতিক মঞ্চ হলেও রাজিব বাবুর বক্তব্য যে রাজনৈতিক ছিল তা বলা বাহুল্য। এবং রাজনীতিতে বিরোধী শিবিরের বক্তব্য, সবে তো শুরু আরো অনেক কিছু নাকি বাকি আছে।

রাজীবের বক্তব্য ঘিরে সরগরম তৃণমূলের এবং রাজনীতির অন্দরমহল। কয়েক মাস আগে বেশ কিছু প্রশ্ন তুলেছিলেন মন্ত্রী রাজীব ব্যানার্জি। ফিরহাদ হাকিম রাজীবের সঙ্গে কথাবার্তা বলে খানিকটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন। সমস্যা মিটে গিয়েছিলো বলে তৃণমূলের অন্দরমহল এর খবর ছিল। কিন্তু “শেষ হয়েও হইল না শেষ”। আজ রাজিবের মুখে শুভেন্দুর প্রসঙ্গ উঠে এলো। জানালেন, “জননেতাদের জনগণ মানে। অনেকে মানে না। এটাই দুঃখ। জানিয়ে দিলেন শুভেন্দু ভালো নেতা। সাংগঠনিক দক্ষতা রয়েছে। শুভেন্দুর চলে যাওয়া একটা বড় শূন্যতা সৃষ্টি করবে। শুধু কি তাই। তিনি আরো বলেন যাদের মানুষ পছন্দ করে না তারাই সামনের সারিতে ঠাণ্ডা ঘরে বসে দলকে নেতৃত্ব দিচ্ছে। স্তাবকতা করলেই সামনের সারিতে। কার বিরুদ্ধে রাজিব বললেন সে নিয়ে এখনো চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে।

নিজের মুখে একটি নাম ও নেননি। কিন্তু সবাই জানেন রাজিবের ক্ষোভ তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় কে নিয়ে। তাকে কিছু লোক সমর্থন করছেন যে এটা একেবারেই ভাল ভাবে নিচ্ছেন না রাজিব। দলের মন্ত্রীদের আর যেন সামলাতে পারছে না তৃণমূল। কোথাকার জল কোথায় গড়ায় সেটা একমাত্র ভবিষ্যতই বলবে।

Share.
Leave A Reply

Exit mobile version