কলকাতা ব্যুরো: মঙ্গলবার সন্ধ্যায় ইডেন গার্ডেনসে আইপিএলের প্লে-অফের প্রথম ম্যাচ। তার ঘণ্টা ছয়েক আগেই বৃষ্টি নামলো কলকাতায়। তার জেরে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে সিএবির আশ্বাস, ইডেনের যা নিকাশি ব্যবস্থা, তাতে ম্যাচ হবে।

মঙ্গলবার সকালে কলকাতার একাংশ মেঘাচ্ছন্ন ছিল। বেলা বাড়তে রোদের দেখা মেলে। অবশ্য দুপুর একটা নাগাদ বৃষ্টি নামে কলকাতার একাংশে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। আবার ঝিরঝিরে বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। ময়দান, ধর্মতলা, পার্ক স্ট্রিট চত্বরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার কলকাতায় দিনভর আদ্রর্তাজনিত অস্বস্তি থাকবে। বিকেলের দিকে কালবৈশাখী হতে পারে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দিনভর প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। তাই ময়দানের একাংশের বক্তব্য, ইডেনের এখন যা নিকাশি ব্যবস্থা, তাতে বিকেলের বৃষ্টির পর অনায়াসে খেলা শুরু করা যাবে। কিছুটা দেরি হলেও ম্যাচ পুরো হবে বলে আশাবাদী ওই মহল।

তবে ইডেনের নিকাশি ব্যবস্থা খুবই ভাল। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আমরা তৈরি। বৃষ্টি হলে তো কিছু আর করার নেই। তিনি জানিয়েছেন, বৃষ্টি হলেও সমস্যা নেই। খেলার আগে বৃষ্টি থেমে গেলে ম্যাচ শুরু হতে সমস্যা নেই। সৌরভ বলেছেন, বৃষ্টি থামার আধঘণ্টার মধ্যে খেলা শুরু করে দেওয়া যাবে। আরও জানা গিয়েছে, পাঁচটি সুপার সপার তৈরি রাখা রযেছে। তাড়াতাড়ি আউটফিল্ড শুকিয়ে ফেলতে অত্যন্ত কার্যকর এই সুপার সপার।

এমনিতে আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে এবার প্লে-অফের ক্ষেত্রে নয়া নিয়ম চালু করেছে আইপিএল। সেই নিয়ম অনুযায়ী, ম্যাচের জন্য যে অতিরিক্ত ২০০ মিনিট বরাদ্দ থাকে, তার থেকে দু’ঘণ্টা বেশি সময় থাকবে।  যদি বৃষ্টির জন্য ম্যাচ দেরিতে শুরু হয়, তাহলেও পুরো ওভার খেলা হতে পারে। রাত ৯ টা ৪০ মিনিটেও প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটের ম্যাচ শুরু হয়ে পুরো ৪০ ওভারের খেলা হতে পারে। তখন শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় ইনিংসের মধ্যবর্তী সময় যে বিরতি থাকে, তা অর্ধেক হয়ে যাবে। 

যদি নির্দিষ্ট সময়ের মধ্যে একেবারেই কোনও খেলা না হয়, তাহলে সুপার ওভার হবে। সুপার ওভারের ভিত্তিতেই নির্ধারণ করা হবে জয়ী দল। ভিজে আউটফিল্ডের কারণে যদি সুপার ওভারও না করা যায়, তাহলে লিগ তালিকায় যে দল আগে ছিল, সেই দলকে জয়ী ঘোষণা করা হবে।

আজকের ম্যাচের অন্যতম আকর্ষণ বাংলার ঋদ্ধিমান সাহা। বেশ কিছুদিন ধরেই সিএবির সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। গুজরাট টাইটান্স দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। কিন্তু বঙ্গ ক্রিকেট প্রশাসনের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তিনি বাংলা ছাড়তে চেয়েছেন। এমনকী তিনি বলেন, মোতেরাই আমার ঘরের মাঠ। সেই কারণেই প্রিয় ইডেনে ঋদ্ধির খেলার দেখতে মুখিয়ে রয়েছেন সকলেই।

Share.
Leave A Reply

Exit mobile version