কলকাতা ব্যুরো: প্রকাশ্যে মুখ খোলায় রাহুল গান্ধির সমালোচনার মুখে পড়লেন কংগ্রেস নেতারা। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে এই প্রসঙ্গে তাঁর অবস্থান স্পষ্ট করে দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তিনি বলেন, দলীয় ইস্যুগুলো নিয়ে অনেকেই প্রকাশ্যে মন্তব্য করছেন। মনে রাখা দরকার, মিডিয়ায় নয়, এ নিয়ে আমরা আলোচনা করি কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেই।

নেতাদের প্রকাশ্যে মুখ খোলায় দল যে বারেবারে বিড়ম্বনার মুখে পড়ছে তার সর্বশেষ উদাহরণ রাজস্থান। সেখানে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই আক্রমণ করে চলছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং উপ মুখমন্ত্রী সচিন পাইলট। যার জল গড়ায় অনেক দূর পর্যন্ত। সচিনকে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় দল। পরে রাহুল এবং প্রিয়াঙ্কার সঙ্গে সচিন পাইলটের বৈঠকের পর আপাতত বরফ গলে।

Share.
Leave A Reply

Exit mobile version