কলকাতা ব্যুরো: আজ সকালে গণেশ চতুর্থীর শুভ দিনে চিত্তরঞ্জনের ফতেপুরের (Area-1) এর দুর্গা , লক্ষ্মী ও কালী পুজো কমিটির উদ্যোগে খুঁটি পুজো সম্পন্ন হল। এবছর ৭০ বছরে পা দিলো ফতেপুরের পুজো। ফতেপুর এর খেলার মাঠে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শুধুমাত্র কমিটির সদস্যদের নিয়ে এবং কয়েকজন স্থানীয় বাসিন্দাদের নিয়ে এই শুভ কাজ সম্পন্ন হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন ফতেপুর এর ভাইস ওয়াডেন অচিন্ত্য চৌধুরী, ফতেপুরের পুজো কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র নায়ক, সাধারণ সম্পাদক অমিত শর্মা, পুজোর সম্পাদক দেবব্রত সৌ মন্ডল, অলক দে, কোষাধক্ষ্য শচীনাথ মণ্ডল প্রমুখ।


পুজোর উদ্যোক্তারা বলেছেন সরকারি নিয়ম মেনে যাবতীয় আয়োজন করা হবে। করোনা আবহে যাবতীয় সর্তকতা মেনে শারদ উৎসব পালন করা হবে বলে দাবি উদ্যক্তদের। দর্শনার্থীরা কোভিড
বিধি মেনে পুজো দিতে পারবেন।

Share.
Leave A Reply

Exit mobile version