কলকাতা ব্যুরো: কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মিছিল করলেন আসানসোলের গুরুদুয়ারা প্রবন্ধ কমিটির সদস্যরা। এদিন আসানসোল থেকে ট্রাক্টর ও বাইকের মিছিল নিয়ে তারা পৌঁছে যান জেলাশাসকের অফিসে। সেখানে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে।
এই উপলক্ষে এ দিন বিশাল মিছিলে অংশ নেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। রীতিমতো ট্রাক্টর নিয়ে তারা মিছিল করেন আসানসোল শহরের মধ্যে। কেন্দ্রের কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করার পক্ষে তারা জোরালো আওয়াজ তোলেন।

Sikh rally in asansol against farmers bill
Share.
Leave A Reply

Exit mobile version